ডিডিটি অপসারণ কার্যক্রম সামনে রেখে চট্টগ্রামের র্যাডিসন ব্লু চিটাগং বেভিউ হোটেলে গতকাল বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তফা কামাল। গুদাম থেকে বিপজ্জনক এই রাসায়নিক দ্রব্য সরিয়ে নেওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এতে জেলা নিরাপদ খাদ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব, মেট্টোপলিটন কার্যালয়) জনাব নাজমুস সুলতানা সীমা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস